পোরশা(নওগাঁ)প্রতিনিধি
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার দিবসটিতে উপজেলা প্রশাসন ও যুব কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে যুব র্যালি, শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইউএনও রাকিবুল ইসলাম। সভা শেষে প্রধান অতিথি দুইজন যুবক ও একজন যুব মহিলার হাতে প্রত্যেকে ১ লক্ষ টাকা করে ঋণের চেক তুলে দেন। এর আগে জুলাই গণঅভ্যুথানে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি ইউএনও রাকিবুল ইসলাম। এসময় সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা,মো,জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আমির উদ্দীন বাবু
উপজেলা প্রতিনিধি
পোরশা নওগাঁ