নওগাঁর পোরশায় ইসলামি ফাউন্ডেশন এর আয়োজনে সরকারি যাকাত ফন্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। অন্যান্যদের মধ্যে উপজেলা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর ফিল্ড সুপার ভাইজার আহসান হাবীব, মডেল মসজিদ পাঠাগারের লাইব্রেরীয়ান কামরুজ্জামান সরকার বাবু, উপজেলা মডেল মসজিদ এর ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ সহ সংশ্লিষ্ট মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষক বৃন্দ।