আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশায় নিজ মালিকানাধীন জমিতে আমনের চারা রোপন করে আতংকে রয়েছেন ফাতেমা নামে এক কৃষানী। ফাতেমা উপজেলার পোরশা পুরইল গ্রামের মৃত আব্দুর রশিদ শাহ্র স্ত্রী। ফাতেমার ছেলে সাখাওয়াত হোসেন শাহ্ ও হাসান শাহ্ জানান, তাদের নানা সূত্রে পাওয়া সাপাহার উপজেলার রোদগ্রাম মৌজায় ১৬১নং দাগের ১৭২ নং খতিয়ানের ১ একর ৮৪ শতাংশ জমি তার মা প্রাপ্ত হন। জমি পেয়ে তাদের মা বর্গাচাষিদের দিয়ে ধান সহ বিভিন্ন ফসল আবাদ করে আসছিলেন। এমতবস্থায় গত অক্টোবর/২০২৫ তারিখে ওই জমিতে তাদের মা ৫৮০টি আম গাছ রোপন করেছিলেন। কিন্ত সকলের অগচরে ফাতেমার ভাই মোজাম্মেল সহ তার লোকজন ৭ মার্চ দিবাগত রাতে গাছগুলি কেটে ফেলেন। এবিষয়ে সাপাহার থানায় একটি অভিযোগ করা হয়েছিল। তারা আরো জানান, সেদিন থেকে ওই জমিতে ফসল রোপন নিয়ে তার মা আতংকে রয়েছেন। তারপরেও ২০ জুলাই তাদের বর্গাচাষিরা উল্লেখিত জমিতে আমন ধান রোপন করেছেন। রোপনকৃত ধান গুলি বিরোধী পক্ষ নষ্ট করে দিতে পারে এই নিয়ে তারা খুব দু:চিন্তায় আছেন বলে জানান। ফাতেমা জানান, উল্লেখিত জমি তিনি তার পৈত্রিক সূতে পেয়েছেন। তিনি নিয়মিত ফসল চাষাবাদ কারান। কিন্তু হঠাৎ তার ভাই মোজাম্মেল তার দলবল নিয়ে তার ক্ষতি করছেন। একারনে তিনি নিজে জমিতে প্রায় দিনই ঘুরে দেখাশোনা করছেন। এবারের রোপনকৃত ধান নষ্ট করলে তিনি স্থানীয় প্রশাসনের নিকট তার ভাইসহ দুষ্কৃতকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন।