আ নওগাঁর পোরশা উপজেলার ১নং ছাওড় ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট ইউপি মিলনায়তনে বাজেট ঘোষনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। বাজেট ঘোষনা করেন ইউপি সচিব আতিকুর রহমান। এতে রাজস্ব ও উন্নয়ন খাত হতে আয় দেখানো হয়েছে ৩ কৌটি ৬১ লক্ষ ২২ হজাার ৯৯৭ টাকা এবং বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে ৩ কৌটি ৫৭ লক্ষ ২ হাজার ১৭৯ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ৮১৮ টাকা। এ সময় হিসাব সহকারি রিপন রেজা, সদস্য হাবিবুর রহমান, সেলিম রেজা, নুরুল হুদা সহ ওয়ার্ড সদস্য, মহিলা সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।