নওগাঁর পোরশায় কসমেটিক্স ও স্টেশনারি সহ দু’টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার মাগরিবের নামাজের পরে উপজেলা সদর নিতপুর ইউনিয় পরিষদ রাস্তার সংলগ্ন সাইদুর রহমান কসমেটিক্স ও সোহাগ স্টেশনারি নামের দু’টি দোকানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।
এতে দোকান দু’টিতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। কসমেটিক্স দোকান মালিক নিতপুর কপালীর মোড়ের মৃত এসলাম আলীর ছেলে সাইদুর রহমান জানান, দির্ঘ্যদিন ধরে তিনি কসমেটিক্স ব্যবসা করে আসছেন।
হঠাৎ করে তার দোকানে কিভাবে আগুন লেগেছিল তিনি বুঝতে পাচ্ছেন না। ঘটনার সময় তিনি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। মসজিদে থেকেই তিনি তার দোকানে আগুন লাগার কথা জানতে পারেন। এসময় তিনি স্থানীয় ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিভান। ততক্ষনে তার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তার দোকান পুড়ে যাওয়ায় বর্তমানে আর্থিকভাবে তিনি নিঃস্ব হয়ে গেছেন বলে জানান।
অপরদিকে একই সময় সোহাগ স্টেশনারীর দোকানে একই আগনে প্রায় ৩০হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানান। পোরশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মাসুদ রানা জানান, তারা প্রাথমিক অবস্থায় সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারনা করছেন। তবে তারা আগুন লাগার অনেক পরে খবর পেয়েছিলেন এবং ততক্ষণে দোকানের অনেকখানি পুড়ে গিয়েছিল বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী