আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশায় সারাইগাছী-আড্ডা সড়কের মোশানতলা নামক স্থানে সড়কের উপরে গাছ কেটে ফেলে পথ রোধ করে গণডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত সাড়ে ৮টার সময় এ ডাকাতির ঘটনাটি ঘটেছে। জানাগেছে, ১৫-২০জনের একটি ডাকাতদল উপজেলার সরাইগাছি-আড্ডা সড়কের মোশানতলা নামক স্থানে উভয় দিক থেকে আসা বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবানের পথ রোধ করে গণডাকাতি চালায়। এসময় আড্ডার দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস (যাহার নং- ঢাকা মেট্রো ব-১১-৮৬৭৬) থামিয়ে ডাকাতের দল যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিকট থাকা নগদ অর্থ, শরীরে থাকা স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাস ড্রাইভার ডাকাতির কবল থেকে বাঁচার জন্য দ্রুত চালিয়ে আসার সময় জালুয়ার মোড়ে এসে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে নারী-পুরুষ সহ প্রায় ২০-২৫জন যাত্রী আহত হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী ঘটনা স্থলে এসে আহতদের উদ্ধার করে রাতেই পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, উপজেলার মোশানতলা নামক ওই স্থনে অনেক দিন থেকে ডাকাতির ঘটনা ঘটে আসছে। এতে স্থানীয় পুলিশ প্রশাসনের কোন ভূমিকা নেই। ডাকাতীর সময় ডিউটিরত পুলিশ সদস্যরা ঘটনা স্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সারাইগাছী মোড়ে বসে থাকেন। ডাকাতি শেষে হলে পুলিশ সদস্যরা এসে হাজির হয়। এরকম ঘটনা প্রায় দেখা যায় বলেও তারা জানান। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। সড়কটিতে টহলের জোরদার করবেন বলে তিনি জানান।