নওগাঁর পোরশায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার নিতপুর দলীয় কার্যালয়ে উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে এক র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম। পরে এক আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি /সম্পাদক, সেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি গোলাম হাফিজ, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহমেদ সহ আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ।