পূর্ব শত্রুতার জেরে ওমর ফারুক (২২) নামে এক যুবককে বেধরক মারধর প্রাণনাশের হুমকি প্রদান করেছে প্রতিপক্ষ।
অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ওমর ফারুক উপজেলার সদর ইউনিয়নের আলাদীপুর(পাতারেপাড়া) গ্রামের শাহজালাল মন্ডল (৫০) এর পুত্র। কর্মসুত্রে দীর্ঘদিন মালয়েশিয়ার প্যানাং শহরে বসবাস করে।
শফিকুল ইসলাম (৩০) পিতাঃ ছাত্তার হোসেন কর্মসুত্রে তিনিও দীর্ঘদিন মালয়েশিয়ার বসবাস করতেন বর্তমানে সে দেশে ফিরে এসেছে । ঘটনার দিন ১৩ ই জুলাই ভোর ছয় টার দিকে শফিকুল তাঁর ভাড়া করা ৫/৬ জন লোক দিয়ে ওমর ফারুকে তাঁর বাসা থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে বেধরক মারপিট এবং নির্যাতন করে। উক্ত ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করে শফিকুলের মোবাইল পাঠায়। ভিডিওটি কৌশলে জনৈক ব্যক্তি দেখতে পায় এবং ওমর ফারুকের পরিবারকে জানায়।
বিষয়টি ওমর ফারুক তাঁর পরিবারের লোকজনদের জানালে, দ্রুত তাঁর পরিবারের লোকজন শফিকুলের বাড়িতে গিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে উঠে এবং অকথ্য ভাষায় গালি-গালাজ ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে বলে তোর ছেলেকে মালয়েশিয়ায় মেরে ফেলবো।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) জিল্লুর রহমান জানান, অভিযোগ পেয়েছি ঘটনার সত্যতা মিললে বিবাদীগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।