ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে বৈরচুনা ইউনিয়নের জঙ্গলবাড়ী চান্দেরহাট বিওপি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চান্দেরহাট বিওপি কোম্পানি কমান্ডার মো. জামাল হোসেন জানান, বিকেল প্রায় ৪টার দিকে সীমান্ত পিলার ৩৩৩/৫-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে বিজিবির নিয়মিত টহলদল ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী চার জনকে শনাক্ত করে আটক করে। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতাধীন এই সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরেই অবৈধ পারাপার রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
আটক ব্যক্তিরা হলেন—
দিনাজপুর কোতোয়ালি থানার চিত্র রায় পাড়ার শ্রী লিটন রায় (২৫),
একই থানার গোবিন্দপুর দাঙ্গা এলাকার মৃত মাধব বর্মনের ছেলে প্রন্তোস রায় (২১),
বীরগঞ্জ উপজেলার চাউলিয়া গ্রামের রনজিত রায় (২০),
বীরগঞ্জ উপজেলার চারুলিয়া এলাকার উত্তম রায় (২০)।
বিজিবি জানায়, এরা প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে কাজের খোঁজে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরে বিভিন্ন সময় সেখানে মানবেতর জীবনযাপনের কারণে দেশে ফেরার চেষ্টা করছিল।
আটক চারজনকে পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।