
উত্তর রাঙ্গুনিয়া উচ্চ
বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পে ১০টি বিভাগে মোট ২৫ জন চিকিৎসক স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হারুন অর রশীদসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সামাজিক ব্যক্তিবর্গ।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন
অর্থোপেডিক সার্জন ডা. এ টি এম রেজাউল করিম, ডা. আহমেদ রহিম, ডা. মোহাম্মদ মামুন, ডা. এস এম নাছির উদ্দীন;
মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. ওমর ফারুক রনি, ডা. একে এম মোকাম্মেল সিয়াম, ডা. নকিব শিকদার;
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. শওকত হোসেন ও ডা. রূপায়ণ;
নিউরোমেডিসিন বিভাগে ডা. মিনহাজুল হাসান চৌধুরী;
নাক, কান ও গলা বিভাগে ছিলেন ডা. জুলকারনাইন;
গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. তফিকুর নাহার মোনা ও চিকিৎসক ডা. সবিতা আঁখি, ডা. মেরিন;
ডায়াবেটিস চিকিৎসক ডা. সালাউদ্দিন এম এ এইচ চৌধুরী, ডা. মো. শহিদুল ইসলাম রুবেল;
সার্জারি বিশেষজ্ঞ ডা. ইফাত আরা মাহমুদ;
শিশুরোগ চিকিৎসক ডা. সোহাগ
চর্ম ও যৌনরোগ চিকিৎসক ডা. নারজিনা আলম এলিন, ডা. নিশাদ,
দন্ত ও চক্ষু বিভাগের চিকিৎসক ডা. রুবাইনা ইউনুজ এবং ডা. রায়হান।
ক্যাম্পে মেডিসিন, নিউরোমেডিসিন, ডায়াবেটিস, অর্থোপেডিকস, হৃদরোগ, গাইনি, শিশুরোগ, চর্ম ও যৌনরোগ, নাক-কান-গলা, দন্ত ও চক্ষুরোগ বিভাগের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয় পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল লিমিটেড-এর যৌথ পরিচালনায় এবং পার্কভিউ হসপিটালের মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগ-এর দক্ষ ব্যবস্থাপনায়।
ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন পার্কভিউ হসপিটালের মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগের সদস্যবৃন্দ
জনাব জাহেদুল ইসলাম, জনাব দিদার আলম অনিক (সিনিয়র এক্সিকিউটিভ), জনাব রাজ্জাকুল হায়দার এবং জনাব আব্দুস সোবহান–রাঙ্গুনিয়া -প্রতিনিধি- ইমরান