আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলার হরিপুরে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও কার্যালয়ের শুভ উদ্ধোধন করা হয়েছে। গত ৩/১০/২০২৫ইং- অক্টোবর শুক্রবার বিকালে বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান জিয়া সভাপতিত্বে হরিপুর বিএনপির সদস্য মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচার উদ্দেশ্যে লিফলেট বিতরণ এবং হরিপুর- ১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার তাঁতী দলের যুগ্ম আহবায়ক ও সভাপতি, আগামী দিনের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব মোঃ কুতুব উদ্দিন বাদশা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পবা উপজেলা তাঁতীদলের সাবেক সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হোসেন রাকিব, রাজশাহী জেলা তাঁতীদলের সদস্য আলহাজ্ব সাজ্জাদ হোসেন, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য শামীম হোসেন, মোহাম্মদ দুলাল হোসেন, হরিপুর ইউনিয়ন বিএনপি নেতা, মনজুর হোসেন, আলমগীর হোসেন ,হরিপুর ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আকবর ,পবা উপজেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক বিপ্লব, সদস্য সাহিদ, সদস্য সোহেল, দামকুড়া ইউনিয়নের সাবেক সভাপতি সোনারুল ইসলাম, দামকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জিয়ারুল ইসলাম, দামকুড়া ইউনিয়ন তাতীদলের সাধারণ সম্পাদক নাঈম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নাজমুল হোসেন কাজল, দামকুড়া ইউনিয়ন তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি রিমন, জেলা তাঁতী দলের সাবেক সদস্য সুজন আহমেদ রাজ, ছাত্রনেতা বাদশা, ছাত্রনেতা জিসান, ১নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক সেলিম,সহ পবা উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।