
আলমগীর কবির,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম পত্নীতলা উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি ) জুয়েল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ , কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন , প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আশীষ কুমার দেবনাথ , সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, এলজিইডি প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, থানার তদন্ত (ওসি) আবু তালেব প্রমূখ।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের সরকারি কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।