আলমগীর কবির পত্নীতলা নওগাঁ
নওগাঁর পত্নীতলায় স্বামী-স্ত্রীর অবৈধ ভেটেরিনারি ওষুধ তৈরি করার কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নজিপুর পৌরসভার নতুনহাট এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল ওষুধ ও কাঁচামাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া। অভিযানে অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বিপণনের অভিযোগে হামিদুর রহমান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন হীরাকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিশ কুমার দেবনাথ জানান, নওগাঁর ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ এলাকার বাসিন্দা হামিদুর রহমান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন হিরা নতুনহাটে একটি বাসা ভাড়া করে থাকতেন। সেখানে দীর্ঘদিন পশুসম্পদ অধিদপ্তরের অনুমোদন ছাড়া অবৈধভাবে মুরগির এন্টিবায়োটিক, পশুর ক্যালসিয়াম, জিংক, ভিটামিন ও ভেটেরিনারি বিভিন্ন ওষুধ উৎপাদন ও বিক্রি করছিল। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।