দুর্দিনে মানুষের পাশে, সর্বদা সেবার নেতৃত্বে – এলাকার প্রিয় নেতা এবার প্রার্থী
মোঃ আজমির হাসান
স্টার্ফ রিপোটার, পটিয়া,চট্টগ্রাম
পটিয়া-১২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন পেয়েছেন পরিচিত নেতা এনামুল হক এনাম। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
এনামুল হক এনাম দুর্দিনে সাধারণ মানুষের কষ্ট-দুঃখে সহমর্মিতা দেখিয়ে বহু ত্যাগ স্বীকার করেছেন। তিনি শুধু রাজনীতিতেই নয়, সমাজকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং এলাকার মানুষের সমস্যার সমাধানে সহায়ক ভূমিকা পালন করেছেন।
স্থানীয়রা তাঁকে একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে চেনে, যিনি রাজনৈতিক স্বার্থের চেয়ে মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেন। তার নেতৃত্বে বহু পরিবার উন্নয়নমূলক সুবিধা পেয়েছে। মনোনয়ন পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন,
আমার রাজনীতি মানুষের সেবার জন্য। আমি চাই পটিয়ার প্রতিটি মানুষ যেন উন্নয়ন ও সুযোগ সুবিধার সঠিক সুবিধা পায়। দুর্দিনে পাশে থাকা আমার রাজনৈতিক দায়িত্ব নয়, এটি মানবিক দায়িত্ব।”
বিএনপি কর্মীরা আশা প্রকাশ করেছেন, এনামুল হক এনামের নেতৃত্বে পটিয়া-১২ আসনে দলটি শক্ত অবস্থান তৈরি করবে এবং আগামী নির্বাচনে মানুষের আস্থা আরও দৃঢ় হবে।