আব্দুল্লাহ আল মামুন যশোর
মণিরামপুরে নারীর স্বাবলম্বিতা ও কর্মসংস্থানের লক্ষ্যে মুফতী ওয়াক্কাস (রহ.) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ জন দুস্থ, অসহায় ও বিধবা মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার দারুল উলুম ইলাহি বক্স মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আশফাকুল আনওয়ার ইয়ামিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, যশোর-৫ (মণিরামপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা রশিদ বিন ওয়াক্কাস।
প্রধান অতিথির বক্তব্যে রশিদ বিন ওয়াক্কাস বলেন, “আমরা চাই এই মেশিনের মাধ্যমে আপনারা নিজে উপার্জন করে পরিবারকে আর্থিকভাবে সহায়তা করবেন। সমাজের অনেক এনজিও ঋণের নামে সুদের বোঝা চাপিয়ে দেয়, যা সংসারে অশান্তি সৃষ্টি করে। কিন্তু আমরা চাই আপনারা স্বাবলম্বী হয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করুন।”
এ সময় ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আশফাকুল আনওয়ার ইয়ামিন বলেন, “মুফতী ওয়াক্কাস রহ. মনিরামপুরবাসীর ঈমান-আমল ও উন্নয়নের জন্য সারাজীবন কাজ করে গেছেন। বিশেষ করে মেয়েদের শিক্ষার জন্য মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা তার অন্যতম বড় অবদান।”
যুব জমিয়ত বাংলাদেশ মণিরামপুর উপজেলা সভাপতি আশরাফ ইয়াছিন বলেন মুফতী মোহাম্মদ ওয়াক্কাস রহ: এদিন গ্রেফতার হন, তার অপরাধ ছিল মনিরামপুর এর মাটি মানুষের উন্নয়ন, এই অপরাধে ৩২ টি মিথ্যা মামলা কাধে নিয়ে দুনিয়া ত্যাগ করেন। মুফতি সাহেব রহ রেখে যাওয়া মিশনের হাল ধরেছেন তাঁর সুযোগ্য ছেলে রশিদ বিন ওয়াক্কাস, আগামী নির্বাচনে তার হাতকে শক্তিশালী করুন, যে মানুষ আজ অন্যের হতে চেয়ে আপনাদের উপকারের চেষ্টা করছেন সেই মানুষের হাতে যখন সুযোগ থাকবে অবশ্যই বেশি হতে বেশি মানুষ উপকৃত হবেন।
এছাড়া বক্তব্য রাখেন—জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মণিরামপুর উপজেলা সভাপতি মাওলানা আজিজুর রহমান, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মাওলানা বরকাতুল ইসলাম, যুব জমিয়ত বাংলাদেশ মণিরামপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাসান আল মামুন, ছাত্র জমিয়ত বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মণিরামপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক আমজেদ হোসাইন, ছাত্র জমিয়ত বাংলাদেশ সহ-সাধারণ সম্পাদক তালহা বিন রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।