
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা–এর সঙ্গে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সামগ্রিক উন্নয়ন, দীর্ঘদিনের অবহেলিত সমস্যা, অবকাঠামোগত অনিয়ম, সেবা ব্যাহতকারী বিষয়সমূহ এবং জনদুর্ভোগের নানা দিক সাংবাদিকরা পর্যায়ক্রমে উপস্থাপন করেন। গণমাধ্যমকর্মীদের উত্থাপিত প্রশ্ন ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা সাংবাদিকদের উদ্দেশে বলেন,
গাইবান্ধার সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে প্রশাসন কাজ করবে। উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। জনগণের সেবার মান বাড়াতে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে মাঠপর্যায়ের তদারকি বৃদ্ধি, সেবাখাতে স্বচ্ছতা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে।
সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সুসম্পর্ক বজায় রেখে গাইবান্ধার উন্নয়নকে এগিয়ে নিতে সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।