আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহে নব-নিযুক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ ক্লিনিক ডায়াগনোস্টিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
রবিবার (২৩ নভেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলম চন্দনসহ অন্যান্য নেতৃবৃন্দ। নবাগত জেলা প্রশাসককে বরণ করে নিতে তারা ফুলেল শুভেচ্ছা জানান এবং ময়মনসিংহ জেলার স্বাস্থ্যসেবা খাতের সার্বিক উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনস্বার্থে যেকোনো গঠনমূলক উদ্যোগে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে ভবিষ্যৎ পরিকল্পনা, স্বাস্থ্যসেবায় মানোন্নয়ন এবং অংশীদারিত্বমূলক উদ্যোগ নিয়ে উভয় পক্ষের মাঝে বিস্তৃত মতবিনিময় অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, একযোগে কাজের মাধ্যমে জেলার স্বাস্থ্য খাত আরও এগিয়ে যাবে।