
আলমগীর কবির,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় নজিপুর"জীবনের চাকা ঘুরবে এখন"এই প্রতিপাদ্য নিয়ে নতুন একটি মডেল হোন্ডা সাইন-১০০ সিসি মোটরসাইকেল উম্মুচন করা হয়েছে।নতুন মডেল সাইন-১০০ সিসি ৩ টি রঙের পাওয়া যাচ্ছে।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে সরদার হোন্ডা সেন্টারে নতুন মডেল মোটরসাইকেল হোন্ডা-১০০ সিসি উম্মুচন আনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ সরদার মেশিনারীজ স্বত্বাধিকারী মো. দুলাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নজিপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক এ.জেড মিজান,সরদার হোন্ডা সেন্টারের স্বত্বাধিকারী মো.আব্দুল করিম,হোন্ডা মোটরসাইকেলের এরিয়া ইনচার্জ কবির আহমেদ, সার্ভিস সেন্টারের ম্যানেজার ইমামুল মুরছালিন। প্রমুখ।