
আলমগীর কবির, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল–২০২৫ ঘোষণার পর আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন স্মার্ট মোবাইল কমপ্লেক্স,রক্তের ফেরিওয়ালা এর পরিচালক এ জেড মিজান।
এর আগে বুধবার বেলা ১২টায় বণিকের নিজস্ব কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুস সবুর তিনি জানান, আগামী ৪ ডিসেম্বর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন ফরম বিতরণ ২০ ও ২১ নভেম্বর, জমা দেওয়া যাবে ২২ ও ২৩ নভেম্বর। যাচাই–বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৫ নভেম্বর।
তিনি আরও জানান, নজিপুর চৌরাস্তা বাসস্ট্যান্ড বণিক কমিটিতে বর্তমানে প্রায় ১,৪০০ ব্যবসায়ী সদস্য রয়েছেন, ব্যবসায়ী ভাইয়েরা বলেছেন বিগত দিনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করে আসছেন।
ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মামুন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী চেয়ারম্যান অটো আশরাফ,বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম রিসোর্ট,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী তুহিন, রয়েল,জামাল,আলম হোসেন,ফিরোজ মান্নান বিপ্লব,আবু হেনা , ইন্জিনিয়ার হারুন রবিউল,বাবু ধানশিরি,বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী কামাল হোসেন,ফাহিম মোবাইল ব্যবসায়ী মুসা, প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, স্থানীয় ব্যবসায়ীরাই এলাকার অর্থনৈতিক উন্নয়নের প্রধান ভিত্তি। কমিটির নেতৃত্বে স্বচ্ছতা, ঐক্য ও সহযোগিতা বজায় থাকলে বাজারে একটি স্থিতিশীল ও ব্যবসায়বান্ধব পরিবেশ গড়ে উঠবে। আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।