মহাদেবপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে তহিদুল ইসলাম মিঠু
(৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার
উত্তরগ্রাম ইউনিয়নের বামনছাতা গ্রামে। নিহত মিঠু ঐ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় , এই দিন সকালে নিজ বাড়িতে চার্জ দেয়া অটো চার্জার ভ্যানের
সংযোগ খুলতে গেলে তিনি ঐ খানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন তিনি। ঘটনার সত্যতা
স্বীকার করে মহাদেবপুর থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল
পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে দাফনের
অনুমনি দেয়া হয়েছে।