
মহাদেবপুর প্রতিনিধ : বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে দুই দিনব্যাপী ৪৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন।উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন।মেলায় বিভিন্ন উদ্ভাবনী বিষয় নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরসহ ২০টি স্টল স্থান পায়। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।