মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নওগাঁর মহাদেবপুরে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় স্থানীয় ডাকবাংলা মাঠে সাধারণ মানুষদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
আলহাজ মোঃ আক্কাস আলীর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দকী নান্নুর জৈষ্ঠ পুত্র ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুৃর-বদলগাছী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, মোঃ সেকেন্দার আলী, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোকলেছার রহমান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মৃধা( টিক্কা)। সাবেক অধ্যক্ষ মোঃ মাজেদুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন,। জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতে খারুল আলম ইপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাফফর রহমান, যুগ্ম আহবায়ক শাহদত হোসেন শান্ত, এফ আই সবুজ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন আহমেদ প্রমূখ।
ইফতার মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদের জন্য দোয়া করা হয়। এতে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার বেশি নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ লোকজন অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী