মহাদেবপুরে ৭ হাজার ৭৩০ জন কৃষকের মাঝে
কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান
অতিথি হিসেবে সার-বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.
আরিফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ
এরশাদ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.
খুরশিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় প্রমূখ। উপজেলায় রবি মৌসুমে ফসলের
আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭ হাজার ৭৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক গম, ভুট্টা, সরিষা,
সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁঁয়াজ, মুগ, মসুর, খেসারি, আড়হড় বীজ এবং
রাসায়নিক সার বিনামূল্যে পাবেন।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী