
পত্নীতলা নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় মটরসাইকেল শোভা যাত্রার মধ্য দিয়ে নওগাঁ-২ আসনে ধানের শীষের মনেনেীত প্রার্থী সামসুজজোহা খান জোহার পক্ষে নির্বাচনী পথসভা শুরূ হয়েছে।
বুধবার নওগাঁর পত্নিতলা বিএনপির কার্যালয থেকে একটি মটরসাইকেল শোভা যাত্রা নিয়ে পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে নজিপুর বাসষ্টান্ডে এসে শেষ হয়। শোভা যাত্রা শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। পত্নীতলা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতিমোকছেদুল হক বলেন যেহেতু দল সামসুজজোহা খান জোহাকে মনোনয়ন দিয়েছে সেহেতু পত্নীতলা ধামইরহাট এর নেতা কর্মীরা তার পক্ষে কাজ করে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী করে এই আসনটিকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিব।এসময় পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী সরদার, বিএনপি নেতা রিসোর্ট,পত্নীতলা পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন সাধারন সম্পাদক বায়েজিদ রায়হান শাহিন সাংগঠনিক সম্পাদক এজেড মিজান, উপজেলা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম সাহেব, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, পত্নীতলা উপজেলার সাবেক মহিলা ভাইস মরিয়ম বেগম সেফা,যুগ্ন আহবায়ক বিপ্লব,চেয়ারম্যান এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি থেকে আসা হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।