মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সদর উপজেলায় বাড়ি হতে নিখোঁজ হওয়ার ২দিন পর শরিফুল ইসলাম (৪২) নামের এক যুবকের মরদের উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে তার মরদেহ উপজেলার শৈলকুপা বৈরাগী পাড়া গ্রামের জনৈক এমদাদুল হকের ঘাঁস ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শরিফুল ইসলাম নওগাঁ সদর থানার কানমটকায় গ্রাহক মৃত মোজাহার আলীর ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৯ টা পর্যন্ত মোবাইল ফোনে পরিবারের লোকজন তার সাথে কথা বলতে পেরেছে এরপর আর তাকে ফোনে আর পাওয়া যায়নি। আজ সকাল ১১ টার দিকে সময় জনৈক এমদাদুল হক তার ঘাঁস ক্ষেতে ঘাঁস কাটতে যায়। সেখানে মরদের দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, নিহতের নামে গ্রেফতারি পরোয়ানা থাকায় বাড়ি হতে পালিয়ে থাকতেন। তার মরদেহের কাছে আলামত হিসেবে নেশা দ্রব্য এ্যাম্পুল ইঞ্জেকশন পাওয়া গেছে। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী