মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দীর্ঘ এই ছুটিকালীন সময়ে প্রতিষ্ঠানের সামগ্রিক জিনিষপত্রাদি চুরি রোধে রাত্রিবেলায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান।
জানা যায়, সারা দেশের ন্যায় এ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রায় ৪০ দিন ছুটি থাকছে। এই ছুটিকালীন সময়ে প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারকরণের জন্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মচারীকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে কী না তা মনিটরিং করা এবং তাদের দায়িত্ব যথায়থভাবে পালন করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়াও প্রতিষ্ঠানে সি.সি ক্যামেরাসহ মামোরী কার্ড লাগানোর জন্যও অনুরোধ করেছেন তিনি।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম জিল্লুর রহমান বলেন, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান গুলো দীর্ঘদিন ছুটি থাকছে। এখানে দুষ্কৃতিকারীরা বিভিন্নভাবে চুরি করার চেষ্টা করতে পারে। সে কারণে প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে কর্মরত কর্মচারীকে সতর্ক করার জন্য প্রাধানদের এই চিঠি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী