মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলন্তাবস্থায় রায়হান মোল্লা (২৩) নামে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার চকউলী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার থানা পুলিশ।
নিহত রায়হান মোল্লা উপজেলার চকউলী গ্রামের আব্দুল খালেদ মোল্লার ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রায়হান মানষিক ভারসাম্যহীন এবং মাদকাশক্ত ছিলো। গতকাল মঙ্গলবার রাতে পারিবারিক বিরোধের জেরে বাবা মায়ের উপর অভিমান করে বাড়ির বাহিরে আসে। আজ সকালে বাড়ির পাশের একটি আম গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় ফোন দেয়া হলে ঝুলন্তাবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী