,মোঃ ইমরান হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিধি,
পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধানদী কামিল মাদরাসায় শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) নবাগত আলিম, ফাজিল ও কামিল শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও ছবক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা নিয়ন্ত্রক জনাব মোহাম্মদ আলী, উপ-রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজী এবং প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শায়েখ জামাল উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধানদী কামিল মাদরাসার সভাপতি মুহাম্মাদ শহীদুল ইসলাম। বক্তারা নবীন শিক্ষার্থীদেরকে ইসলামের আলোকে জীবন গঠনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদেরকে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করেন।
অতিথিরা বলেন, ইসলামী শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নতির পথ দেখায় না, বরং সমাজ, রাষ্ট্র ও মানবতার কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে। তারা আরো জানান, তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিলে জাতি হবে সমৃদ্ধ ও আলোকিত।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে প্রেরণাদায়ী দিকনির্দেশনা গ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।