মোঃ আল আমিন
জেলা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার নবিয়াবাদ ডাক্তার পাড়া (বাগুর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক করা হয় নাঈম নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নাঈম ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।
আটক নাঈমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে