মোঃ আল আমিন দেবিদ্বার থেকে কুমিল্লা জেলা প্রতিনিধি
দেবিদ্বার পৌরসভার উদ্যোগে নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে দেবিদ্বারের মানবিক উপজেলা নির্বাহী অফিসার (Uno) জনাব মোহাম্মদ আবুল হাসনাত খাঁন মহোদয়ের উপস্থিতে,পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রায়হানুল ইসলাম মহোদয়ের তত্ত্বাবধানে উপজেলার কার্যালয়ের সামনে থেকে ৯টি প্যাডেল ডাস্টবিন বিতরণ করা হয়। প্রাথমিক ভাবে সেনাবাহিনী ক্যাম্প,উপজেলা পরিষদ স্কুল,মফিজ উদ্দিন স্কুল সহ উপজেলার বিভিন্ন দপ্তরে প্যাডেল ডাস্টবিন প্রদান করা হয়েছে। আগামী দিনগুলোতে পৌর শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষার স্বার্থে এরকম ডাস্টবিন বিতরণ অব্যাহত থাকবে।
পৌরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আইইউজিআইপি প্রকল্পের”এই প্যাডেল ডাস্টবিন পচনশীল বর্জ্য রেখে সহজেই পরিবেশের পরিচ্ছন্নতা সুষ্ঠুভাবে বজায় রাখতে পারবে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।