মোঃ আল আমিন
জেলা প্রতিনিধি কুমিল্লা।
কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার অধিকাংশ রাস্তাঘাট ভেঙ্গে যান চলাচলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সড়ক দুর্ঘটনার মাত্রা দিন দিন বেড়েই চলেছে ।
এ জনদুর্ভোগ থেকে রক্ষায় উপজেলার পান্নার পুল থেকে বাখরাবাদ বাইপাস সড়কের অতিরিক্ত ভাঙ্গা রাস্তার সংস্কার কাজ করে দিল জামায়াতে ইসলামির নেতাকর্মীরা।
১৩ ই আগস্ট বুধবার সকালে এ সংস্কার কাজ শুরু করেন উপজেলা নেতাকর্মী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার আগামী সংসদ নির্বাচনের জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদসহ অন্যান্য নেতাকর্মী ও এলাকাবাসী।
সাইফুল ইসলাম শহীদ উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, এ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো যানবাহনে অসংখ্য মানুষ চলাচল করে।
এ রাস্তাটির বিপর্যস্তের কথা কর্তৃপক্ষকে বারবার বলার পরেও কোন ভূমিকা না নেওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আমরা এ সংস্কার কাজের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। প্রাথমিক কাজটা আমরা করে গেলাম।
এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করে বলবো এ রাস্তাটি যেন স্থায়ী ও মানসম্মতভাবে সংস্কার করে দেয়।
উপজেলার অতিরিক্ত ভাঙ্গা রাস্তাগুলো সংস্কারের জন্য আমরা চেষ্টা করে যাবো।
আগামীতেও উপজেলার যেকোনো জনদুর্ভোগে বাংলাদেশ জামায়াতে ইসলামি আপনাদের পাশে থাকবে।