মোঃ আল আমিন
জেলা প্রতিনিধি কুমিল্লা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।
বিএনপির দলীয় ঘোষিত তালিকায় দেখা যায়, কুমিল্লা -০৪ দেবিদ্বার আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা, বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুঞ্জরুল আহসান মুন্সীর নাম ঘোষণা করা হয়েছে।
এ আসনের আরো দুইজন আলোচিত প্রার্থী রয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, জামায়াতের সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান, কুমিল্লা উত্তরের জেলা সেক্রেটারি, সাইফুল ইসলাম শহিদ।
সাবেক এ সংসদ সদস্য কুমিল্লা- দেবিদ্বার নির্বাচনী আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯১ ইং সালের ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচন, ১৯৯৬ ইং সনের ১৫ ফেব্রুয়ারী এক তরফা নির্বাচন, ১৯৯৬ ইং সনের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচন এবং ২০০১ ইং সনের ১লা অক্টোবর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি সংসদ সদস্য থাকাকালীন সময়ে এলাকায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। নিজ নামে ‘রাজামেহার ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী কলেজ’, পিতার নামে ‘দেবিদ্বার আজগর আলী মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়’, মায়ের নামে ‘দেবিদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজ’, এবং স্ত্রীর নামে ‘জাফরগঞ্জ মাজেদা আহসান মূন্সী বালিকা উচ্চ বিদ্যালয়’, ‘মাজেদা আহসান পৌর পাঠাগার’, ‘ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী পৌর শিশু পার্ক’, ‘দেবিদ্বার মুক্তিযোদ্ধা চত্তর’ ও ‘দেবিদ্বার শহীদ জিয়া পার্ক’, ‘দৃষ্টিনন্দন গুনাইঘর বাইতুল আজগর সাত গম্বুজ মসজিদ’, ‘দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩০ সয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরন’, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রী নিবাস’, এবং গোমতী নদীর উপর কালিকাপুর, শিবনগর, খলিলপুর ও লক্ষ্মীপুর ব্রীজ’ নির্মানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মান, রাস্তা-ঘাটের উন্নয়ন করে গেছেন।
সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীকে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করায় সন্ধ্যায় স্থানীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরন করেন। পরে উর্ধতন নেতাদের বাঁধার মুখে সমর্থকরা মিছিল বন্ধ করে দেন।