মোঃ আল আমিন
জেলা প্রতিনিধি কুমিল্লা।
রক্তদানের অপেক্ষায় দেবিদ্বার” সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদাতা স্বেচ্ছাসেবীদের পূর্ণমিলন অনুষ্ঠান শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল আহম্মদ, সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন, গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এম ইমরান হাসান সহ আরো অন্যান্য অতিথি বৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল আহম্মদ বলেন, “রক্তদান মানবতার সেবার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। স্বেচ্ছায় রক্তদান শুধু একজন রোগীর জীবনই বাঁচায় না, সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। এ ধরণের সংগঠন সমাজে বড় ভূমিকা রাখছে।”
সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন বলেন, “রক্তদানের মাধ্যমে মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এই সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা শুধু রক্তদান নয়, সামাজিক উন্নয়নেও অনুকরণীয় ভূমিকা রাখছে। পুলিশ প্রশাসন সবসময় এ ধরনের মানবিক কার্যক্রমের পাশে থাকবে।”
এসময় অন্যান্য অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন এবং স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান।