মোঃ আল আমিন
জেলা প্রতিনিধি কুমিল্লা।
দেবিদ্বার উপজেলা জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে ১৮ অক্টোবর শনিবার সকাল ৯ : ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে মাওলানা আব্দুর রশিদ পীর সাহেব এর সভাপতিত্বে এক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশ বরেণ্য আলেমে দ্বীন ড. মুফতী আবুল কালাম আজাদ বাশার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল ইসলাম শহীদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুঞা, মুফতী আমিনুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান, দেবিদ্বার উপজেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, পৌর আমীর ফেরদাউস আহম্মেদ, মুফতি মহিউদ্দিন, রাজামেহার ফাযিল মাদরাসার অধ্যক্ষ আবু ইউসুফ, সিদলাই ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ওয়াহেদপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য শেখ মোহাম্মদ শহীদুল্লাহ্, মোহাম্মদপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, বড় শালঘর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। বিগত সময়ে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আগামী দিনে দেশ ও জাতীর প্রয়োজনে ওলামায়ে কেরামদের ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।