মোঃ আল আমিন জেলা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লা, দেবিদ্বার উপজেলায় ইসলামি ছাত্রশিবির কর্তৃক ২০২৫ শিক্ষা বর্ষে জি পি এ ৫ প্রাপ্ত সকল মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
৭ই আগষ্ট ২০২৫ সকাল ৯ ঘটিকায়, উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি কেন্দ্র ঘোষিত আগামী সংসদ নির্বাচনে দেবিদ্বার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম শহীদ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম।
উপজেলা জামায়তের আমির অধ্যাপক শহীদুল ইসলাম।
পৌর আমির ফেরদৌস আহমেদ।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সানাউল্লাহ সহ আরো নেতাকর্মী বৃন্দ।
উপজেলার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর যারা এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা জিপিএ-৫ পেয়েছে তাদেরকে বাংলাদেশ ছাত্রশিবিরের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা জামায়তের নেতা শরিফুল ইসলাম, মোঃ তমিজ উদ্দিন, নুরুল হুদা, জুনায়েদ সহ আরো অনেকে।
সাইফুল ইসলাম শহীদ উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আজ আমরা যারা এখানে অতিথি হয়ে এসেছি, তারা ইচ্ছা করলে আর ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতে পারিনা, তোমরা কিন্তু তার চেয়ে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে। তাই তোমাদেরকে মেধার পাশাপাশি নৈতিকতা কে কাজে লাগিয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে নিজেকে তৈরি করতে হবে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি একমাত্র সুশিক্ষার অভাবে কিভাবে দেশ বিশ্ব দরবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। দেশের টাকা পাচার করে বিদেশে আয়েশি জীবন যাপন করার জন্য বেগম পাড়া নির্মাণ করতে।
দেশকে বদলাতে বিশ্বকে জয় করতে তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। ২৪ শে জুলাই গণঅভ্যুত্থানে তোমাদের মত শিক্ষার্থীরাই ফ্যাসিস্ট দুর্নীতিবাজ আওয়ামীলীগ কে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছ। তাই তোমাদেরকে আবারো বলবো আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করো। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সর্বদাই পাশে থাকবে।