
আল রোকন
রিপোর্টার কুমিল্লা
কুমিল্লা দাউদকান্দি পৌরসভায় ২নং ওয়ার্ড বড়াড়াগাঁও মুন্সিবাড়ি জামিয়া হমিদিয়া দারুলউলুম মাদ্রাসায় আগুন লেগে ৫ তলা ভবন ও ভবনের মালামাল ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আগুনের সূত্রপাত আই পি এস এর শর্ট সার্কিট থেকে ১৮-১০-২০২৫ রোজ শনিবার দাউদকান্দি পৌরসভায় সারাদিন বিদ্যুৎ না থাকায় মাদ্রাসার আইপিএস থেকে আগুনের সূত্রপাত ঘটে।
অত্র মাদ্রাসায় আগুন নিয়ন্ত্রণে প্রথমে কাজ করেন এলাকাবাসী পরে ফায়ার সার্ভিসে কে খবর দিলে ২টি ইউনিট অতি দ্রুত চলে আসে ফায়ার ফাইটার জীবন বাজি রেখে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন দাউদকান্দি ফায়ার সার্ভিস কর্মকর্তা।
মাদ্রাসার সকল ছাত্র-শিক্ষক নিরাপদে আছেন বলে জানিয়েছেন অত্র মাদ্রাসার পরিচালক ডাঃ মুক্তাদির বিন হামিদ সাংবাদিকদের বলেন আগুন লাগার দ্রুত সময়ের মধ্যেই আমরা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নিরাপদ স্থানে নিয়ে যাই। মালামাল ও মাদ্রাসার ভবন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা হোছবান বিন হামিদ।
ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে সকলের কাছে
দোয়া কামনায় মাদ্রাসার কর্তৃপক্ষ।