আল রোকন কুমিল্লা জেলা প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দাউদকান্দি পৌর সদর বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১০টায় দাউদকান্দি পৌর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা বিএনপির সভাপতি এ কে এম শামসুল হক, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম , পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী ,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন
পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক কাউন্সিলর সালাউদ্দিন সরকার , পৌর মহিলা দলের নেত্রী খালেদ আক্তার , পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক বাবুল মোল্লা, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মোস্তাক কমিশনার , পৌর ওলামা দলের সভাপতি মাওলানা জিয়া, পৌর বিএনপি যুগ্ন আহবায়ক মাহাবুব আলম হিরন , এ সময় আরো উপস্থিত ছিলেন,পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দীন, সাবেক ছাত্রনেতা আবু ইউসুফ, মো. কাউসার,
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৪৫ সালের এ দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও তার শৈশব-কৈশোর কেটেছে দিনাজপুরে বাবার কর্মস্থলে। ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান খালেদা জিয়া। ১৯৬০ সালে তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন খালেদা জিয়া। এ দম্পতির দুই সন্তান, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো।