আল রোকন রিপোর্টার কুমিল্লা
দাউদকান্দি টু গৌরীপুর গৌরীপুর টু রায়পুর মাইক্রোবাস সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মালিক সমিতির উদ্যোগে নতুন ভাবে আরামদায়ক সার্ভিস হচ্ছে মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডে একমাত্র সার্ভিস। মাইক্রোবাস আগের তুলনায় এখন মাইক্রোবাস গুলো অনেক পরিপাটি সেবার মান ভালো ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডে একমাত্র ভরসা মাইক্রোবাস অটো সিএনজি প্রতিনিয়ত একসিডেন্ট হচ্ছে শত শত লোকের প্রাণ যাচ্ছে ও মানুষের অঙ্গহানি হচ্ছে মাইক্রোবাস বর্তমানে নিরাপদ একটি সার্ভিস কাছাকাছি কোথাও যেতে গেলে একমাত্র ভরসা হচ্ছে মাইক্রোবাস বর্তমান মাইক্রোবাস গুলো ফিটনেস আছে অটো সিএনজি বর্তমান হাইওয়ে রোডের উপর উপদ্রব বেড়ে গেছে প্রতিনিয়ত এক্সিডেন্টের মত ঘটনা ঘটছে একজন যাত্রী বিশ্বরোড থেকে গাজীপুর নামবে পাপিয়া সার্ভিস এর সেবা পাচ্ছে না গৌরীপুর বাস স্ট্যান্ড থেকে আমিরাবাদ স্ট্যান্ড একমাত্র যাত্রী সেবায় নিয়োজিত থাকে মাইক্রোবাস এই সার্ভিসগুলো দিয়ে থাকে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে অটো সিএনজি থ্রী হুইলার এগুলোর যেন হাইওয়ে রোডের উপর না উঠতে পারে এদের ব্যবস্থা নেওয়া হয় কিছুদিন যাবত অটো সিএনজি মারাত্মক অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষের প্রাণহানি হচ্ছে গৌরীপুর বাস স্ট্যান্ড হাইওয়ে রোডের উপরে অটো সিএনজি থ্রি হুইলার রাজত্ব কায়েম করে যাচ্ছে হাইওয়ে পুলিশ এদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক।