আল রোকন কুমিল্লা জিলা প্রতিনিধি
দাউদকান্দি গৌরীপুরে ফুটপাতে এলোমেলো দোকানপাট
শৃঙ্খলা রক্ষার প্রতিনিয়ত যানজট নিরসনে কাজ করছেন দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল হোসেন, ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,দাউদকান্দি উপজেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম,গৌরীপুর ইউনিয়নের শ্রমিক দলের বর্তমান মেম্বার জাহাঙ্গীর হোসেন,সুন্দলপুর শ্রমিক দলের ইউনিয়ন সভাপতি রাজ্জাক ফকির ৩ নং বাড়োপাড়া ইউনিয়ন এর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম।
দাউদকান্দি উপজেলার গৌরীপুর মোড় ও বাজারে
ফুটপাতে এলোমেলো দোকানপাট বসানো এবং বছরের পর বছর যানজট লেগে চরম দূ্র্ভোগ পোহাচ্ছ দু’টি জেলার ছয়টি উপজেলা লক্ষ লক্ষ পথচারী।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাইফলাইন থেকে দাউদকান্দি গৌরীপুর মোড় হয়ে চলে গেছে উত্তরে আঞ্চলিক মহাসড়ক। সড়কটি কুমিল্লার দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা লিংক রোড, মুরাদনগর লিংক রোড ও বি বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পর্যন্ত পৌছেছে । পরে সংযোগ হয়েছে অন্যান্য উপজেলার সাথে। এসব জেলা উপজেলার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকে রাজধানী ও কুমিল্লা জেলা সদর সহ বিভিন্ন বিভাগীয় শহরে।
বিশেষ করে এই পথে আইনশৃঙ্খলা বাহিনী, রোগী, ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষার্থী,পণ্য বাহি গাড়ি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের চলাচল।
কিন্তু গৌরীপুর বাজার এবং মোড়ে এসে যানবাহন গুলো উভয় পথে আটকে থাকতে হয় ঘন্টার পার ঘন্টা। ভুক্তভোগী পথচারীরা জানিয়েছেন গৌরীপুর মোড় এবং বাজারে ফুটপাত দখল করে দোকানপাট বসতে, না পারে ও যানবাহন চলাচলে ব্যাঘাত না ঘটে পথচারীরা পায়ে হেটে নির্দ্বিধায় যেতে পারে মেইন রোডের উপর সারি সারি গাড়ির জ্যাম দীর্ঘ হতে থাকে। এছাড়া জ্যামের মধ্যেই ডানের গাড়ি বামে, বামের গাড়ি ডানে ঘোরানোয় জ্যাম তীব্র আকার ধারণ করে।
মাঝে মধ্যে জেলা কিংবা রাজধানী থেকে প্রশাসনিক অথবা আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাগন এই পথে যাতায়াত করলে তখন পুলিশ এবং সেনাবাহিনীর লোকজন যানজট নিরসনে কাজ করতে দেখা যায়। কোনো কোনো সময় স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন যানজট নিরসনে কাজ করে, কিন্তু স্থানীয় অভিজ্ঞ মহল ও ভুক্তভোগীদের অভিমত যানজট নিরসন করতে হলে প্রশাসন ও বিভিন্ন সংগঠনগুলো এগিয়ে আসতে হবে এ ছাড়া সম্ভব নয়। কারণ হিসেবে অভিমত জিম্মি লক্ষ লক্ষ ভুক্তভোগী পথচারী।
ভুক্তভোগী অনেকের মতামত সড়ক ও জনপদ বিভাগের জায়গা গুলো প্রসস্থ করা হলে যানজট অনেকাংশে কমে যাবে।