আল রোকন রিপোর্টার কুমিল্লা
৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাউদকান্দি উপজেলা মৎস্যজীবী দল ও পৌর মৎস্যজীবিদলের নেতাকর্মীরা র্যালি, শোভাযাত্রা আয়োজন করেন।
বুধবার ( ৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী আহবায়ক মোঃ লিয়াকত আলী খান ও দাউদকান্দি উপজেলামৎস্যজীবী দলের আহ্বায়ক সাগর প্রদান ও সদস্য সচিব হাসান আলি ভূইয়া সমর্থনে এক শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন দাউদকান্দি উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সেলিম ,যুগ্ন আহবায়ক বিপ্লব সিকদার রেলিতে অংশগ্রহণ করেন মোহাম্মদপুর ইউনিয়ন,মালিগাঁও ইউনিয়ন,ইলিয়টগন্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়ন মারুকা ইউনিয়, পদুয়া ইউনিয়ন, গোয়ালমারী ইউনিয়ন, দাউদকান্দি পৌরসভার মৎস্যজীবী দলের
সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক আনন্দ র্যালি অনুষ্ঠিত হয় ।
এছাড়া দাউদকান্দি উপজেলার শহীদ রিফাত পার্ক প্রাঙ্গণ থেকে শুরু করে দাউদকান্দি বিশ্বরোড শেষ করা হয় র্যালি
দিনব্যাপী এসব কর্মসূচিতে বক্তারা বিএনপিকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।