আল রোকন
কুমিল্লা জিলা প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডব পরিদর্শন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।
পূজা মন্ডপ ঘুরে দেখেন কোন অপ্রীতিকর ঘটনা যেতে না ঘটে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদাই প্রস্তুত আছেন বলে জানিয়েছেন দাউদকান্দি উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন ও কিছু দিক নির্দেশনা দিয়ে বলেন নির্বিঘ্নে আপনাদের উৎসব পালন করুন।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা গিরে পূজা মন্ডপ গুলো আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে পূজা কমিটি জানিয়েছেন এবারের পূজা মন্ডপে আগাম কাজগুলো স্বাচ্ছন্দে সবকিছুই করতে পেরেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে আমরা অনেক খুশি দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কে ধন্যবাদ জানিয়েছেন।
দূর্গা পূজা উৎসব ঘিরে বিভিন্ন দল মত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দাউদকান্দি উপজেলা পূজা উদযাপন কমিটি বিভিন্ন পূজা মন্ডপ সর্বক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংগঠনগুলো প্রস্তুত আছেন বলে জানিয়েছেন।