স্টাফ রিপোর্টার
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহের সাংবাদিক সমাজ। সোমবার (১১ আগস্ট) সকালে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক বিশাল মানববন্ধনে হত্যাকারীদের দ্রু’ত বিচার ও প্রকাশ্যে ফাঁসির দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ এবং প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদক খাইরুল আলম রফিক।
বক্তব্য রাখেন, কামাল হোসেন, রেজাউল করিম রেজা, রোকসানা আক্তার, তাসলিমা রত্না, সৈয়দ মোর্শেদ কামাল মিজান, মাহমুদুল্লাহ রিয়াদ, নজরুল ইসলাম খান, আব্দুল হাকিম প্রমূখ।
এ সময় মানববন্ধনে অংশ গ্রহণ করেন মুমিনুল ইসলাম মানিক, এনামুল হক ছোটন, মফিদুল ইসলাম লাভলু, আব্দুল হক লিটন, রনি, সামদানি হোসেন বাপ্পি, আমিনুল ইসলাম, আব্দুস সাত্তার, বিশ্বনাথ সাহা বিসু, আসাদুজ্জামান আসাদসহ ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অনেকেই।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন -“সাংবাদিক হত্যার বিচার ঝুলে থাকবে না, এবারই শেষ লড়াই হবে। গ্রেফতারকৃত আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। নইলে দেশব্যাপী সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।” তারা অতীতের সব সাংবাদিক হত্যার মামলা দ্রুত নিষ্পত্তি ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা-ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
প্রধান অতিথি খাইরুল আলম রফিক বলেন, “সাহসী সাংবাদিকদের রক্ষায় বিশেষ আইন প্রণয়ন করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে এই মাটিতে আর সাহসী সাংবাদিক জন্মাবে না। সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বি’চা’র কার্যকর করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করুন।”
মানববন্ধনের শেষ মুহূর্তে এক স্লোগানে প্র’ক’ম্পি’ত হয় সমাবেশস্থল, “সাংবাদিক হত্যা বন্ধ কর, তুহিনের রক্তের হিসাব দাও।”