সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান, দলের কার্যালয়ের সামনে ককটেল হামলা এবং দেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও উপজেলা ব্যাপী মোটরসাইকেল শোডাউন করেছে রাজশাহীর বাঘা উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বাঘা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ কর্মসূচি পালনের উদ্দেশ্যে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা থেকে কয়েক হাজার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত হয়।
এ সময় বক্তারা বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন স্লোগান দেওয়া হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেভাবে ককটেল হামলা চালানো হয়েছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।”
কর্মসূচিতে বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ও পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব ও বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ আলী মলিন, বাঘ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তাফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বাজুবাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান অ্যাড. ফিরোজ আহমেদ রঞ্জু , বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম, গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুকুল হোসেন, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাদের মোল্লা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবু সালেহ সালাম, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে ককটেল হামলা ও কুরুচিকর কর্মকাণ্ড চালানো হচ্ছে। বক্তারা এ ধরনের সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।