
আল রোকন
রিপোর্টার কুমিল্লা
কুমিল্লার দাউদকান্দিতে শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা জাতীয় প্রেসক্লাবে শিক্ষক সমাবেশে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এবং শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার দাবি জানান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দের পাশাপাশি শিক্ষার্থীরাও বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, “আমরা আমাদের শিক্ষকদের শ্রদ্ধা করি, তাদের ওপর হামলা মানে আমাদের ওপরই হামলা। শিক্ষকরা সমাজ গড়েন, তাদের মর্যাদা ক্ষুণ্ন করা মানে গোটা জাতির প্রতি অবমাননা।”
শিক্ষার্থীরা আরও বলেন, “আমরা চাই, শিক্ষকরা যেন নিরাপদে ও সম্মানের সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে পারেন। যারা হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত বিচার হোক।”
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
এতে শিক্ষকদের মধ্য বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলহাজ জসীউদ্দিন আহম্মেদ, সহাকারী প্রধান শিক্ষক মিহিনউল্লাহ, কবির কোসেন, সহাকারী শিক্ষক রমিজউদ্দীন, শাহাদাত হোসেন, মাওলানা আব্দুর রশীদ, মাসুদা বেগম
সহাকারী শিক্ষক এমএ মামুন সরকারসহ সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী।