
ঠাকুরগাঁও প্রতিনিধি :
হাসিনুজ্জামান মিন্টু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থী ঘোষণার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে হরিপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকেলে হরিপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা চত্বরে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন—হরিপুর উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ জামাল উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ আবু সালেহ চৌধুরী, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সাজ্জাদ হোসেন উজ্জ্বল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোকসেদ আলীসহ আরো অনেকে।
কর্মসূচিটি সঞ্চালনা করেন হরিপুর উপজেলা বিএনপির বিশেষ সম্পাদক মো. আইনুল হক।
বক্তারা অভিযোগ করেন, সারাদেশে ২৩৭টি আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত করলেও ঠাকুরগাঁও-২ আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি—এতে স্থানীয় নেতাকর্মীরা হতাশায় ভুগছেন।
তারা আরও বলেন, “গত ১৫ বছরে আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারিনি। এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চাই। তাই দ্রুত ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা প্রয়োজন।”
নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির প্রতি দ্রুত প্রার্থী চূড়ান্ত করার জোর দাবি জানান।