
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ে পুলিশ প্রশাসনে রদবদল হয়েছে। জেলার বর্তমান পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে নীলফামারী জেলায় বদলি করা হয়েছে। অপরদিকে তার স্থলাভিষিক্ত হিসেবে ঠাকুরগাঁওয়ের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে বেলাল হোসেনকে।
সরকারি আদেশনামা অনুযায়ী এই বদলি ও পদায়ন দ্রুত কার্যকর হবে। এসপি শেখ জাহিদুল ইসলাম ঠাকুরগাঁওয়ে দায়িত্ব পালনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক বিরোধী অভিযান, সেবামূলক পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তার বিদায়ে সহকর্মী এবং জেলার সুধীমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
নতুন পুলিশ সুপার বেলাল হোসেন খুব শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। তিনি দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং আধুনিক ও জনবান্ধব পুলিশিংকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ঠাকুরগাঁওবাসীও নতুন এসপির নেতৃত্বে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছেন।