মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া লাকুর জন্মদিন ১২ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) বাদ এশা শহরের প্রফেসর কলোনীর অস্থায়ী কার্যালয়ে উদযাপিত হয়েছে। সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি রানা ইস্কান্দার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ দপ্তর সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও বক্তব্য রাখেন সদস্য মমতাজুর রহমান বাবু ও সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম মিঠু।
অনুষ্ঠানে প্রেসক্লাবে অন্যান্য সদস্য জাহিদ হোসেন জিমু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেষে জন্মদিনের কেক কেটে লিটন মিয়া লাকুকে শুভেচ্ছা জানানো হয়।