মোঃ আল আমিন জেলা প্রতিনিধি কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বারে জুলাই শহীদদের স্মরণে আব্দুল্লাহপুর ডাবল হোন্ডা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে খেলাটি সম্পন্ন হয়। খেলায় কয়েক হাজার দর্শকের উপস্থিতি ও টান টান উত্তেজনা বিরাজ করে।
টুর্নামেন্ট কমিটির সভাপতি আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন।
এসময় আরো উপস্থিত ছিলেন
দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ও ইউসুফ মিয়া, উপজেলা যুবদলের সহ-সভাপতি সোহেল নিয়ামত সরকার, টুর্নামেন্ট কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফয়সাল আহম্মেদ খান, অলি আহমেদ পাখি খান, লিলু মোল্লা, জাহাঙ্গীর আলম মজিব ভূইয়া, সৈয়দ আলী মেম্বার, ইউনুস মেম্বার, আলমগীর হোসেন মেম্বার, আব্দুর রব মেম্বার, আবুল হোসেন চৌধুরী, মো: নাঈম খান, এনামুল সিকদার, সাইফুল ইসলাম, হাজী ফারুক, আবু তাহের, শামশুদ্দিন, আবু কাউছার, শরিফুল ইসলাম, জুয়েল, ইউনিয়ন বিএনপি নেতা তুহিন খন্দকার, বদিউল আলম মাষ্টার, সেলিম মাষ্টার, হাজী শহিদুল্লাহ, যুবদল নেতা আতিকুর রহমান, আল-আমিন, স্বেচ্ছাসেবক দলের নেতা আনিসুল হক মাষ্টার, মামুনুল হক, ছাত্রদল নেতা আলাউদ্দিন,মোরসালিন, রাহিম সরকারসহ অসংখ্য নেতাকর্মীরা।
নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে বাখরনগর ৫-৪ গোলে ওয়াহেদপুরকে হারিয়ে বিজয়ী হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান লিটন বলেন
এত অল্প সময়ের মধ্যে আপনারা যেভাবে আমাকে এতটা আপন করে নিয়েছেন, আপনাদের এই ভালোবাসায় আমি চির কৃতজ্ঞ।
আমি কথা দিচ্ছি, যদি আগামী নির্বাচনে আমি দল থেকে মনোনয়ন পাই, আপনারা আমার পাশে থেকে আমাকে বিজয়ী করেন, আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। এই দেবিদ্বারের প্রতিটি অঞ্চলের উন্নয়নের জন্য আপনারা যেভাবে চাইবেন সেভাবেই কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।