আব্দুল্লাহ আল মামুন, যশোর
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মণিরামপুরে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।৫ই আগস্ট মঙ্গলবার আসরবাদ মণিরামপুর ইসলামী আন্দোলনের কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাষ্টার জয়নাল আবেদীন টিপু,সভাপতি আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক হাফেজ শামছুদ্দিন আজাদী, সহ-সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুফতি গোলাম রব্বানী, ইসলামী শ্রমিক আন্দোলনের মণিরামপুর উপজেলা শাখার সভাপতি ইজ্জত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম, সহ-সভাপতি ডাক্তার আহসান হাবীব সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিজয় মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।