
আল রোকন
রিপোর্টার কুমিল্লা
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখার উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক বিশাল মানববন্ধন কর্মসূচি, যেখানে জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে জনতার দৃপ্ত আওয়াজ উঠে আসে।
স্থান: ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর বাস স্ট্যান্ড, দাউদকান্দি, কুমিল্লা।
প্রধান অতিথি:
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং কুমিল্লা-১ আসনের হাতপাখার এমপি পদপ্রার্থী
প্রকৌশলী আশরাফুল আলম সাহেব।
বিশেষ অতিথিবৃন্দ:
হাফেজ মাওলানা তাজুল ইসলাম – সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখা
মাওলানা বশির আহমাদ – সভাপতি, দ্বীনি সংগঠন কুমিল্লা পশ্চিম জেলা
মাওলানা আরিফুল ইসলাম – জেলা সহ-সভাপতি
হাফেজ মাওলানা আব্দুর রশিদ মাহমুদী – জেলা সেক্রেটারি
মাওলানা আবুল হাসান রায়হান
হাফেজ মাওলানা জিয়াউর রহমান সাদি – সাংগঠনিক সম্পাদক
মাওলানা আখতার হুসাইন আতিক – প্রশিক্ষণ সম্পাদক
মোঃ সাইফুল্লাহ সাইফ – সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা
মাওলানা মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক
হাফেজ নুরুল্লাহ, ডা. আব্দুল হান্নান, মাওলানা গিয়াস উদ্দিন, মুফতি মহিউদ্দিন মাহবুব, মাওলানা কামরুল ইসলাম মাসুম,আতিকুল ইসলাম ছাত্তার প্রমুখ নেতৃবৃন্দ
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ রাসেল আহমদ এবং বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী।
কর্মসূচিতে বক্তারা বলেন —
"দেশে সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য জাতীয় সনদের আইনি স্বীকৃতি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।"
ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে, ন্যায়ভিত্তিক রাজনীতি ও সৎ নেতৃত্বের মাধ্যমেই এ দেশ পাবে ন্যায়, উন্নয়ন ও কল্যাণের আলোকবর্তিকা।